বঙ্গমাতার জন্মদিন : কালাম আঝাদ

বঙ্গমাতার জন্মদিন : কালাম আঝাদ

জাতির পিতার অর্ধাঙ্গিনী তুমি
মুজিবের পড়াশোনায়
রাজনীতিতে তাঁর হাতেখড়ি-প্রেরণা।

বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ করে তুলতে তোমার অনুপ্রেরণা ছিলো অতুলনীয়।
তুমি অনেক ছাড় দিয়েছো ফজিলাতুন্নেছা মুজিব।
তোমার স্থানে অন্য কেউ হলে হয়তো বঙ্গবন্ধুকে রাজনীতি করতে বারণ করতেন।
কিন্তু তুমি তা করো নি।
তুমি তাঁর পাশে থেকে, তাঁকে উৎসাহ যুগিয়ে রাজনীতি করিয়েছো।
আর আমাদেরকে উপহার দিয়েছো একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র।
আমাদের এই যে সোনার দেশ
হয়তো তুমি না থাকলে বঙ্গবন্ধু এতো প্রেরণা পেতেন না
কিংবা অন্য কোনও নারী হয়তো তাঁকে এতো বুঝতোও না।

তাইতো তুমি বঙ্গবন্ধুর কারাগারে থাকা ১৪টি বছর জীবন থেকে ত্যাগ করেছো
আর তোমার ত্যাগের কারণেই ছয়দফায় আর দফা বাড়ে নি।
তোমার ত্যাগের কারণেই আমাদের ভাষা আজ বাংলা ভাষা।
তোমার ত্যাগের কারণেই আমরা আজ মুক্ত-স্বাধীন দেশের নাগরিক।

হে বীর জননী, বঙ্গমাতা; তোমায় সালাম-নমস্কার
তুমি এই বাংলার বুকে ফিরে আসো বারেবার।