ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে আইজিপির হুঁশিয়ারি

ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে আইজিপির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বান্দরবানের ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। বুধবার (৩ এপ্রিল) বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

আইজিপি বলেন, বান্দরবানে এসেছি, কাল রাতে জঘন্য যে ঘটনা ঘটেছে, সেখানে কী হয়েছে তা জানার জন্য এসেছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমাদের লোকজনের ওপর আক্রমণ হয়েছে, মসজিদে তারা আক্রমণ করেছে, আনসার ক্যাম্পে তারা আক্রমণ করেছে, পরবর্তীতে অস্ত্র নিয়ে গেছে।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, আনসার, পুলিশের অস্ত্র নিয়েছে এবং সোনালী ব্যাংকের ম্যানেজারকে নিয়ে গেছে। আমরা দেখছি, অস্ত্রগুলো কোথায় আছে খুঁজবো। এবং এর সঙ্গে যারা জড়িত, এদের বিরুদ্ধে যথাযথ কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাবেক প্রধান এবং বর্তমানে স্পেশাল ব্রাঞ্চ'র (এসবি) প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।