বুস্টার ডোজের বিশেষ দিবস আজ।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার (১৯ জুলাই) সারাদেশের ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা প্রয়োগ বিষয়ক কমিটির সদস্যসচিব শামসুল হক বাঙলা কাগজ ও ডনকে এ ব্যাপারে বলেছিলেন, ‘মূলত বুস্টার ডোজ দেওয়ার জন্য এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে এখনো যাঁরা দ্বিতীয় ডোজ নেন নি, তাঁরা ওইদিন (আজ) দ্বিতীয় ডোজও নিতে পারবেন। আমরা দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ মিলিয়ে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছি।’