ভারতের ক্রিকেটে ৪ গ্রেড : ৪ জন খেলোয়াড় এ প্লাস গ্রেডের

ভারতের ক্রিকেটে ৪ গ্রেড : ৪ জন খেলোয়াড় এ প্লাস গ্রেডের

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩০ জন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআিই। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এই তালিকা প্রকাশ করা হয়। যেখানে বাদ পড়েছেন আলোচিত দুই নাম ইষান কিশান ও শ্রেয়াস আইয়ার। আবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন দলে এসেই হইচই ফেলে দেওয়া যশস্বী জয়সোয়াল।

মোট ৪টি ক্যাটাগরিতে ৩০ জন ক্রিকেটারকে রেখেছে বিসিসিআই। এর মধ্যে ৪ জন এ+ গ্রেডের, ৬ জন এ গ্রেডের, ৫ জন বি গ্রেডের ও ১৫ জন সি গ্রেডের। আলাদা আলাদা গ্রেডে থাকা এসব খেলোয়াড়দের বেতনেও আছে তারতম্য। 

গ্রেড অনুযায়ী বেতনের তালিকা নিচে দেওয়া হলো :

গ্রেড এ+ (বছরে ৭ কোটি রুপি/প্রায় সোয়া ৯ কোটি টাকা) : রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

গ্রেড এ (বছরে ৫ কোটি রুপি/প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা) : রবিচন্দ্রন অশ্বিন, শামি, সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া।

গ্রেড বি (বছরে ৩ কোটি রুপি/ প্রায় ৪ কোটি টাকা) : সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সোয়াল।

গ্রেড সি (বছরে ১ কোটি রুপি/ প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা) : রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিভাম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আভেশ খান ও রজত পতিদার।