ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের পরিবার পেলো ১০ লাখ টাকা।

ইউক্রেনে নিহত নাবিক হাদিসুরের পরিবার পেলো ১০ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; চট্টগ্রাম : ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।

শুক্রবার (২০ মে) দুপুরে বিএমএমওএ কার্যালয়ে হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলার হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। সহায়তার পরিমাণ ১০ লাখ ২৭ হাজার টাকা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গোলা হামলার শিকার হয়। এতে নিহত হন হাদিসুর।

সহায়তা দেওয়ার অনুষ্ঠানে সভাপতিতত্ব করেন বিএমএমওএ’র সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। 

এ সময় লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, ‘ঘটনার ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনও তদন্ত প্রতিবেদন আমরা পাই নি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির সুষ্ঠু ও পূর্ণাঙ্গ প্রতিবেদন দেশের সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্টদের কাছে প্রকাশের দাবি জানাচ্ছি।’

অনুষ্ঠানে বলা হয়, হাদিসুরের মরদেহ দেশে আনার পর বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) থেকে বলা হয়েছিলো, এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে। এরপর ১০ সপ্তাহ পার হলেও এখনো ওই অর্থ পাওয়া যায় নি।

অনুষ্ঠানে ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, বিএসসির পক্ষ থেকে হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দিতে দেরি হচ্ছে। এ সময় দ্রুত সময়ের মধ্যে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি।