রাজবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

রাজবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, এটিএন বাংলা ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাধারণ ডায়েরি (জিডি) এবং বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এ মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন রাজবাড়ীর সর্বস্তরের সাংবাদিকেরা।

জানা গেছে, গত ২ জুন রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে প্রাণিসম্পদ অধিদপ্তর সংলগ্ন প্রয়াত অর্ধেন্দু শেখর মজুমদার ভোলা মাস্টারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটে। যার নেতৃত্ব দেন রাজবাড়ীর প্রভাবশালী হিন্দু নেতা জয়দেব কর্মকার। তাঁর এ কর্মকাণ্ডের কারণে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। আর ক্ষতিগ্রস্ত ওই হিন্দু পরিবারটির পাশে দাঁড়ান সাংবাদিক লিটন চক্রবর্তী। তারপর থেকেই রাজবাড়ীর বিভিন্ন সংগঠন ওই হিন্দু পরিবারটির পাশে থেকে প্রতিবাদ করতে থাকে।

এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক লিটন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্রমূলক জিডি ও বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করে তাঁকে বিপদে ফেলার চেষ্টা করছে ওই প্রভাবশালী হিন্দু নেতা।

এমন ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ীর সাংবাদিকেরা বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে  মানববন্ধন ও বক্তব্য প্রদান করেন। সেইসঙ্গে অর্ধেন্দু শেখর মজুমদার ভোলা মাস্টারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে ভবিষ্যতে আর এ ধরনের কোনও ঘটনা না ঘটে।