রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত

রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : বাংলা ভাষার অন্যতম প্রধান সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী আজ রোববার (১৩ নভেম্বর)।

দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে আলোচনা অনুষ্ঠান হয়েছে। এর আয়োজন করে বাংলা একাডেমি। 

আলোচনা অনুষ্ঠান শুরুর পূর্বেই সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির পরিচালক কে এম মুজাহিদুল ইসলাম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। এরপর আলোচনার প্রধান বক্তা জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির যুগ্ম সচিব এ এইচ এম লোকমান, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা। জন্মদিনের আয়োজনে নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।