সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদ্‌যাপিত।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদ্‌যাপিত।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ঈদ জামাত হয়েছে মক্কায়। সেখানে নামাজে ইমামতি করেন সৌদি শেখ সালেহ আল হুমাইদ।

এ ছাড়া মদিনার মসজিদে নববিতে নামাজের ইমামতি করেন শেখ আলীআল হুজাইফি। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। জানা গেছে, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন সৌদি আরবের মানুষ। ফজরের নামাজের আগে থেকেই ঈদের জামাতে অংশ নিতে মসজিদুল হারামের ভেতর ও বাইরের চারপাশে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। মক্কার মসজিদুল হারামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৬টা ২৫ মিনিটে অনুষ্ঠিত ওই জামাতে ইমামতি করেন শেখ সালেহ বিন হুমাইদ। ঈদের নামাজে স্থানীয় নাগরিক, প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরা হজ করতে আসা হাজিরাও অংশ নেন। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনায় মোনাজাত করেন মসজিদুল হারামের গ্র্যান্ড ইমাম। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিসহ অন্য সকলেই। রিয়াদের ধীরা মসজিদে বিশ্বের বিভিন্ন দেশের লাখো মুসল্লির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে শরিক হন হাজারো প্রবাসী বাংলাদেশি। ঈদের জামাতের খুতবায় মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় রাখতে প্রত্যেক মুসলমানের প্রতি মহানবীর আদর্শ অনুসরণ করার তাগিদ দেওয়া হয়। প্রবাসীরা নামাজ শেষে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। অনেকে এ সময় ভিডিওকলে দেশে থাকা স্বজনদের সঙ্গে কথা বলেন। অনেকে এ সময় দেশে যেতে না পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন।