সুস্থ হয়ে রনি বললেন ‘ডক্টর ইজ দ্য সেকেন্ড গড’

সুস্থ হয়ে রনি বললেন ‘ডক্টর ইজ দ্য সেকেন্ড গড’

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : প্রায় এক মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তিনি বলেন, ‘আমরা অনেক সময় বলি, মানি ইজ দ্য সেকেন্ড গড। আমি বলবো, ডক্টর (চিকিৎসক) ইজ দ্য সেকেন্ড গড।’

সুস্থ হওয়ার পর একটি অনুষ্ঠান করে রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেনসহ সংশ্লিষ্টরা।

গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে কৌতুক অভিনেতা রনি, পুলিশ কনস্টেবল জিল্লুরসহ পাঁচজন দগ্ধ ও আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়। তাঁদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।

প্রায় এক মাস ধরে রাজধানীর চানখাঁরপুলে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবু হেনা রনি ও জিল্লুর রহমানের চিকিৎসা চলে। সুস্থ হওয়ার পর আজ দুপুরে ইনস্টিটিউটের তৃতীয় তলায় অধ্যাপক লুৎফর কাদের লেনিন মেমোরিয়াল লেকচার হলে সংবাদ সম্মেলন করে তাঁদের হাসপাতাল থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। এ সময় নিজের অনুভূতির কথা বলতে গিয়ে রনি বলেন, ‘শুকরিয়া আদায় করছি তাঁদের কাছে, যাঁরা আমাকে সুস্থতা দিয়েছেন, নতুন একটা জীবন দিয়েছেন। আমরা অনেক সময় বলি, মানি ইজ দ্য সেকেন্ড গড। আমি বলব, ডক্টর (চিকিৎসক) ইজ দ্য সেকেন্ড গড। পোড়ার কষ্ট যে কতটা, তা না পুড়লে আমি বুঝতাম না। চিকিৎসক, নার্সসহ সবাইকে অনেক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আইজিপি মহোদয়সহ পুলিশের মানবিক কর্মকর্তাদের। আমার স্বপ্ন ছিল, যা-ই হোক, আমি এখান থেকেই (দেশের হাসপাতাল) সুস্থ হয়ে ফিরবো।’

সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আবু হেনা রনিকে ‘সাধারণ মানুষের ফিগার’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুস্থ করে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্তলাল সেন ও তাঁর টিমকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পুলিশ কমিশনারকেও (গাজীপুর) ধন্যবাদ জানাচ্ছি।’

আইজিপি আরও বলেন, ‘আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমান বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার ওপর যে আস্থা রেখেছেন, সেজন্য আমি তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, তাঁরা মোটামুটি সুস্থ হয়ে গেছেন। আরও কিছুদিন এই চিকিৎসা চালিয়ে যেতে হবে। আবু হেনা রনি জাতীয়ভাবে পরিচিত একজন কৌতুক অভিনেতা। তাঁর আহত হওয়ায় সাধারণ মানুষও অনেক কষ্ট পেয়েছেন। তাঁর সুস্থ হয়ে ফিরে যাওয়ার খবরে মানুষ উজ্জীবিত ও উৎসাহিত হবে যে তাঁকে আবারও মঞ্চে দেখা যাবে।’

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘যেদিন দুর্ঘটনা (গাজীপুরে) ঘটে, সেদিনই গাজীপুর মহানগর পুলিশের কমিশনার থেকে শুরু সবাই ফোনে আমাকে বিষয়টি অবহিত করেন। যেদিন তাঁদের (রনি ও জিল্লুর) বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, সেদিন আমি (চিকিৎসক) রবিউল করিম খানকে ফোন করি। সেদিন তাঁর মা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। মাকে ফেলে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে চলে আসেন এবং রোগীর চিকিৎসা দেন।’

দেশে গ্যাস বেলুনের ব্যবহারের বিষয়টি আরও নজরদারি করার আহ্বান জানান চিকিৎসক সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘মাননীয় আইজিপি মহোদয়ের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সতর্ক থাকবেন। আমার মনে হয়, গ্যাস বেলুনের ব্যবহারটাকে আরও মনিটর (নজরদারি) করতে হবে।’