কালাম আঝাদ’র কলাম : বঙ্গমাতার জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা।

কালাম আঝাদ’র কলাম : বঙ্গমাতার জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা।

সম্পাদকীয় মত, বাঙলা কাগজ ও ডন : পৃথিবীর সকল মা-ই মা। তিনি সকলেরই মা। সেখানে সম্পর্কের রূঢ়তা না এনে আনতে হয় গাঢ়তা। কারণ একজন নারী যখন জন্ম নেন, তখন তিনি মা হয়েই জন্ম নেন। ধীরে ধীরে তিনি পরিণত হন মহীয়সী নারীতে। একজন পুরুষ কিন্তু ইচ্ছে করলেও সন্তান ধারণ করতে পারেন না। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পাকস্থলিতে সন্তান নেওয়ার পদ্ধতি আবিষ্কার হয়েছে, তবুও একজন নারী- নারীই। তিনি অনেক গুণেই গুণান্বিত। তাঁর এ গুণ অতুলনীয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা।