গুজব ঠেকাতে ডিসিদের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

গুজব ঠেকাতে ডিসিদের সহযোগিতা চাইলেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গুজব প্রতিরোধে তৃণমূল পর্যায়ের তথ্য দিয়ে ডিসিরা আমাদের সহযোগিতা করতে পারেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয়দিনের দ্বিতীয় কার্য-অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন। 

আরাফাত বলেন, অনিবন্ধিত অনলাইনগুলো গুজব বেশি ছড়ায়। আমরা এগুলোকে একটা জায়গায় আনতে কাজ করছি। সবাইকে একটা নিয়মের মধ্যে আসতে হবে। শুধু নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোই থাকবে।

সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের কথা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরাও আপনাদের মতোই বলেছেন- গোটা দেশের গণমাধ্যমে একটা শৃঙ্খলা বজায় থাকা দরকার, সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ ও গণমাধ্যমকর্মী আইনটা খুব শিগগিরই করে ফেলা দরকার। আমরা সরকারের পক্ষ থেকে একমত পোষণ করেছি।

কেবল অপারেটরদের প্রসঙ্গে আরাফাত বলেন, অপারেটররা যা খুশি দিয়ে দেয়, সেগুলো সঠিক কিনা, ক্লিনফিডের বিষয়গুলো ঠিকমতো হচ্ছে কিনা, ডিসিরা এসব বিষয় খেয়াল রাখতে পারেন।