জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সেনাবাহিনী অবদান রাখছে : প্রধানমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সেনাবাহিনী অবদান রাখছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনী আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে দেশের জন্য সুনাম বয়ে আনছে। তাঁরা যেখানেই যাচ্ছে, সেখানেই আস্থা ও বিশ্বাস গড়ে তুলছে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করার কথা জানিয়ে তিনি বলেন, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক, এটিই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, জ্যেষ্ঠ সেনাকর্মকর্তাদের অধস্তনদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করতে পারে না। আজ বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবো- এটাই আমাদের লক্ষ্য।

বারবার ভোট দিয়ে নির্বাচিত করায় দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, জনগণ বারবার ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই আজকে দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, প্রতিটি পরিবারে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। রাস্তাঘাট, পুল-ব্রিজ সবকিছু উন্নত করে দিচ্ছি। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রেখেই আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

এর আগে, সকাল সাড়ে ৯টায় রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।