পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া।

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় আজ বুধবার (২৭ এপ্রিল) থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম জানিয়েছে, আজ থেকে গ্যাস সরবরাহ স্থগিত থাকবে। খবর এপি ও রয়টার্স। পোল্যান্ডের রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানিয়েছে, বেলারুশ হয়ে পোল্যান্ডে আসা ইয়ামাল-ইউরোপ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। তাঁদের মুদ্রা রুবলে অর্থ দিতে অস্বীকার করায় এ পদক্ষেপ নিয়েছে মস্কো। এর আগে মস্কোর বন্ধু নয় এমন রাষ্ট্রগুলোকে জ্বালানি গ্যাসের বিনিময়ে রুবলে অর্থ দিতে হবে বলে জানিয়েছে রাশিয়া। তাঁদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বিবেচনা করছে পিজিএনআইজি। ইয়ামাল-ইউরোপ লাইন দিয়ে বছরে প্রায় ৯ শ কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে থাকে পোল্যান্ড, যা দেশের চাহিদার প্রায় ৪৫ ভাগ। বুলগেরিয়া জানিয়েছে, গ্যাস আমদানির বিকল্প পথ বের করতে রাষ্ট্রীয় গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছে তাঁরা। তবে আপাতত অভ্যন্তরীণ ব্যবহারে কোনও বিধিনিষেধ আরোপ করা হবে না বলেই জানানো হয়। যদিও ৬৫ লাখের এ দেশটির মোট চাহিদার ৯০ ভাগেরও বেশি গ্যাস আমদানি হয় রাশিয়া থেকে। গত মাসে পুতিন ঘোষণা দেন, বন্ধু নয় এমন বিদেশি রাষ্ট্রগুলোকে গ্যাজপ্রমের সঙ্গে লেনদেন করতে হলে ডলার ও ইউরোর পরিবর্তে রুবলে করতে হবে। এমন দাবি বেশিরভাগ দেশই প্রত্যাখ্যান করে বলেছে, এ সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও চুক্তির একতরফা লঙ্ঘন। তবে শুধু হাঙ্গেরি রুবলে লেনদেন করতে সম্মত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া অন্যান্য দেশেও জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে ইউরোপের অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে। বাড়তে পারে প্রাকৃতিক গ্যাসের দাম। যদিও এটি রাশিয়ার অর্থনীতিতেও আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।