ভালোবাসি তোমায় নারী : কালাম আঝাদ

ভালোবাসি তোমায় নারী : কালাম আঝাদ

ভালোবাসি তোমায় হে নারী
ক্ষণিক দেখা তোমার সনে
পথে কিংবা বাহনে
পাশে বসার আকাঙ্ক্ষা তোমার ও আমার চোখে।

তোমার ওই গড়ন, রূপ
তোমার ওই অবয়ব
পূর্বজন্মে আমারই ছিলো বোধহয়
আমি যদি ভুল করে না থাকি।

আর যদিই বা ভুল করে থাকি
তাতে দোষের কি
কারণ প্রেম ও যুদ্ধে
সকল কিছুই করা যায়।

আমি তোমার প্রেমে পড়েছি হে নারী
তুমি আমার হবে কি
চুলগুলো আলতো ছোঁয়ায় রাঙিয়ে দেবো আমি
কাঁধে মাথা রাখবে কি।