৯৯৯ এ ফোন : সিআইডি পরিচয়দানকারি ব্যক্তি গ্রেপ্তার করলো কাফরুল থানা পুলিশ

৯৯৯ এ ফোন : সিআইডি পরিচয়দানকারি ব্যক্তি গ্রেপ্তার করলো কাফরুল থানা পুলিশ

ডন প্রতিবেদন : জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে রাজধানির কাফরুল থেকে সিআইডি পুলিশ পরিচয়দানকারি একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. ফজলুর রহমান। গ্রেপ্তারকালে তার হেফাজত থেকে পুলিশ আইডি কার্ড (নকল), একটি মুঠোফোন ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ২০ মিনিটে কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, গত ২০ আগস্ট সকাল ১০টায় কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় সিআইডি পুলিশ পরিচয়দানকারি এক ব্যক্তি জনৈক ভ্যান চালকের বিরুদ্ধে অভিযোগ আছে মর্মে জানায়। সে ভ্যান চালকের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে বলে জানায়। অতঃপর সে তার নিকট ১০ হাজার টাকা দাবি করেন। ভ্যান চালককের কাছে এ পরিমাণ টাকা না থাকায়, তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, সোমবার (৬ সেপ্টেম্বর) দুপর ১২টায় কাফরুল থানার পূর্ব কাজীপাড়া এলাকায় ভ্যান চালক ওই সিআইডি পুলিশ পরিচয়দানকারিকে দেখতে পায়। ভ্যান চালক পরিচয় জানতে চাইলে তার অসংলগ্ন কথাবার্তায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে লোকজন তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে। ভ্যান চালকের অভিযোগের ভিত্তিতে সিআইডি পরিচয়দানকারি ওই ব্যক্তির বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে বলেই জানান ওসি।