এসেছে বৈশাখ : কালাম আঝাদ

এসেছে বৈশাখ : কালাম আঝাদ

এসেছে পুরোনো ছাড়িয়ে নতুন নিয়ে
এসেছে নতুন রঙ দেখো ওই
এসেছে আলোকধারার সকালবেলা
ওলো, তোরা কই গেলি সই?

এসেছে পূত ও পবিত্র সূর্যমামা
এসেছে সকাল রাঙিয়ে
এসেছে সকালের পুষ্পরেণু মেখে
সকল অশুভ ভাগিয়ে।

এসেছে পুরোনো বছর পেছনে ফেলে
এসেছে নতুন যৌবন নিয়ে
এসেছে বর্ষা-বাদল আর আমের ঝড়
হবে শিয়াল মামার বড় বিয়ে।

এসেছে নৌকার পাটাতনে ধান রেখে
এসেছে নতুন পিঠাপুলি নিয়ে
এসেছে নদীর কোল ঘেষে
দেখো, নাচিছে ওই দুরন্ত মেয়ে। 

এসেছে বাজারে বাজারে নতুন মেলা নিয়ে
এসেছে ভুভুজেলা বাজিয়ে
এসেছে নতুন সার্কাস আর রসের হাড়ি নিয়ে
এসেছে নতুন বৌ সাজিয়ে।

এসেছে রমনার বটমূলে বৈশাখী গান নিয়ে
এসেছে চারুকলার মঙ্গল শোভাযাত্রা হয়ে
এসেছে তরুণের হাতের বাদ্যযন্ত্রে গেয়ে
এসেছে তরুণীর ওই লাল টিপ হয়ে।

এসেছে নতুন বছরের নতুন ওই ক্ষণ
এসেছে দুয়ারপানে দেখো ওই
এসেছে গোলাপ আর বেলী রাঙিয়ে
তরুণীর চোখে যেনো প্রেম থৈ থৈ।