কোচ তিতেকে খোলা চিঠি দিলেন নেইমার

কোচ তিতেকে খোলা চিঠি দিলেন নেইমার

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ যাত্রার সমাপ্তি টানতে হয়েছে ব্রাজিলকে। বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই দায়িত্ব থেকেও পত্রপাট বিদায় নিয়েছেন কোচ তিতে। তাঁর এই বিদায় ব্যথিত করেছে দলের সবাইকে। এবার গুরুর প্রতি খোলা চিঠি দিলেন দলের সেরা তারকা নেইমার জুনিয়র।

ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের ডাগআউটে ছিলেন তিতে। তবে কোনোবারই যাত্রা সুখকর হয় নি তাঁর জন্য। সেলেসাওদের সঙ্গে প্রথম বিশ্বকাপ মিশনে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিলো তাঁকে। এবারও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় দেখতে হলো তাঁকে।

তিতেকে লেখা খোলা চিঠিতে নেইমার লিখেন, ‘আমাদের সামনাসামনি দেখা হওয়ার আগে আমরা অনেকবার একে অন্যের বিরুদ্ধে খেলেছি। আমি ভেবেছিলাম আপনি খুব বিরক্তিকর। কারণ আপনি সব সময় আমাকে মার্ক করে খেলার জন্য দলকে নির্দেশ দিতেন।’

তবে তিতেকে জাতীয় দলে পেয়েই ভাবনা বদলে যায় জানিয়ে ব্রাজিলিয়ান তারকা লিখেন, ‘আমি আপনাকে কোচ হিসেবে চিনি এবং জানি যে, আপনি খুবই ভালো ছিলেন। ব্যক্তি হিসেবে আপনি সেরা। আপনি জানেন আমি কে এবং এটাই আমার কাছে মুখ্য ব্যাপার।’

শেষে কোচকে ধন্যবাদ জানিয়ে নেইমার বলেন, সবকিছুর জন্য প্রকাশ্যে আপনাকে ধন্যবাদ দিতে চাই। যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, সেটার জন্যও- অনেক শিখেছি। আপনি সব সময় আমার সেরা কোচদের একজন ছিলেন এবং থাকবেন।