জুলাইয়ে রেমিট্যান্সে রেকর্ড।

জুলাইয়ে রেমিট্যান্সে রেকর্ড।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ অর্থাৎ রেমিট্যান্সে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের রেকর্ডের সৃষ্টি হয়েছে। মাসটির প্রথমদিকে যে আশা দেখা গিয়েছিলো, পরেও তা বজায় থাকায় সুখবর সৃষ্টি হয়েছে। এতে মাস শেষে প্রবাসীদের আয় বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২ বিলিয়ন ডলারে (২২০ কোটি ডলার)। যা ২ বছরের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, এ সময়ে আগের অর্থবছরের একই মাস জুলাইয়ের চেয়ে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৫৬ শতাংশ। দেশে ব্যাংকিং চ্যানেলে গত বছরের জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। জুলাই শেষে রেমিট্যান্সের পরিমাণ আগের মাস জুনের চেয়ে ১৯ দশমিক ৭৫ শতাংশ বেশি। মাসটিতে এসেছিলো ১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ২০২০ সালের জুলাইয়ে সবচেয়ে বেশি ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিলো দেশে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সরকার বিভিন্ন নীতি সহায়তা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকও প্রবাসীদের বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিয়ে আসছে। আগের চেয়ে বেশি দর পাওয়ায় প্রবাসীরা উৎসাহী হয়ে জুলাই মাসে ২ দশমিক ২ বিলিয়ন রেমিট্যান্স পাঠিয়েছেন।’

গত ২০২১-২২ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আগের বছরের চেয়ে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কমে দাঁড়ায় ২ হাজার ১০৩ কোটিতে। যাতে প্রবৃদ্ধি হয় ঋণাত্মক ১৫ দশমিক ১২ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিলো ২ হাজার ৪৭৮ কোটি ডলার। যাতে প্রবৃদ্ধি হয়েছিলো ৩৬ দশমিক ১ শতাংশ। সবমিলে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থানে থাকলে রেমিট্যান্সের প্রবাহ ব্যাংকিং চ্যানেলে বাড়ার সঙ্গে সঙ্গে রিজার্ভে তা বড় ভূমিকা রাখবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।